• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ সকাল ০৯:০২:৫২ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

২৩ জুন ২০২৫ সকাল ১১:২৩:৫০

সংবাদ ছবি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নজরুল দুই মামলার আসামি ছিলেন।

২৩ জুন সোমবার সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমানখান পাড়া গ্রামের মৃত সাহাজউদ্দিন বেপারীর ছেলে।

নজরুলের বড় ভাই এরশাদ বেপারী বলেন, তার ছোট ভাই দৌলতদিয়া যৌনপল্লীতে পান-সিগারেট বিক্রির দোকান করে। গতকাল নজরুল সন্ধ্যায় বাড়ি আসে এবং রাত ১০টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে দোকানে যায়। এর মধ্যে রাতে কারো সঙ্গে কথা হয়নি। সকাল ৬টার দিকে শুনতে পাই বাড়ির পাশে আনুমানিক ১২০ গজ দূরে মুক্তি মহিলা সমিতির পুকুর পাড়ে নজরুলের কোপানো রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সকালে আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষ করেছি। নজরুলের শরীরে বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি, রাত ১২টার পর কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
আশুলিয়ায় যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেফতার
২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪৫:৫২





সংবাদ ছবি
ঘরে নববধূ, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৫:৩১