• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৩:৪৭ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

নাটোরে নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

২৭ জুন ২০২৫ সকাল ০৯:৪১:৫৫

সংবাদ ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর মিনহাজ হোসেন আবির নামে নয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

২৬ জুন বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার মহিশভাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবির একই এলাকার মিলন হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় আবিদ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে শিশু আবির তার বাই সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার দিকে আবিরের বাবা মিলন হোসেন থানায় একটি ডায়েরি করেন।

তিনি আরও জানান, রাত নয়টার দিকে স্থানীয়রা মহিষভাঙ্গা এলাকার বনলতা মসলা ফ্যাক্টরির পাশে আবিরের রক্তমাখা সাইকেল দেখতে পান। এরপরে পরিবারের লোকজন এবং এলাকাবাসী আসে পাশে খুঁজতে থাকলে পাশেই ভুট্টার ডালপালার নিচে আবিরের রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিরের  মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ইট দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে শিশু আবিরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অপরাধীদের সনাক্তে কাজ শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
বকশীগঞ্জে বিখ্যাত মহিষের টক দইয়ের হাট
৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:২৬

সংবাদ ছবি
নারায়নগঞ্জে ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:১৯


সংবাদ ছবি
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক সপ্তাহে ১২ জনের মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৫:১৭