খুলনা ব্যুরো: খুলনায় মোটরসাইকেল চালানোর সময় আল আমিন নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৩ আগস্ট রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা খানাবাড়ি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতের অন্ধকারে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আল আমিন। এ সময় সে মহেশ্বরপাশা খানাবাড়ি পৌছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। আল আমিন মোটরসাইকেল থামালে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available