লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে কুলাঘাট চেকপোস্টে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ৪০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ সাময়িক বরখাস্ত এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
১৩ আগস্ট বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার কুলাঘাট চেকপোস্ট থেকে গাঁজাসহ প্রাইভেটকার ও একজনকে আটক করেছে বিজিবি।
১৪ আগস্ট বৃহস্পতিবার বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কুলাঘাট চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ মো. ইসমাইল হোসেন (৩৭) নামের একজনকে আটক করা হয়।
আটক আসামি ইসমাইল সাময়িক বরখাস্ত পুলিশ সদস্য। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার মুরাড়িপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ করা মালামালসহ লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available