মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল, স্বর্ণালংকার, নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
২৮ আগস্ট বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মিঁয়াজি বাড়িতে
এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া সেই প্রবাসীর ঘরে ছিলেন প্রবাসীর স্ত্রী নার্গিস আক্তার, স্কুল পড়ুয়া তার ২ ছেলে ও ১ মেয়ে। আর বাড়ির মালিক নিজাম উদ্দিন থাকেন সৌদি আরবে।
প্রবাসীর স্ত্রী নার্গিস আক্তার জানান, রাত আনুমানিক সোয়া ২টার দিকে ১০/১২ জন লোক দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদের মারধর করে। আমাদের সামনে রামদা ধরে রাখে যাতে আমরা চিৎকার না করি। মুহূর্তের মধ্যেই তারা আলমারি-বাক্স ভেঙ্গে সব নিয়ে যায়। এরমধ্যে ১১ ভরি স্বর্ণ, নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা, ২টা দামী ঘড়ি ও ১টা মোবাইল, রূপার অনেকগুলো গহনা, বিদেশি কাপড়-চোপড় সহ মূল্যবান অনেক কিছুই তারা লুটে নেয় ।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে নিয়ে যায়।
প্রবাসী নিজাম উদ্দিনের ভাই শরিফ উল্যাহ জানান, খবর পেয়ে আমি ঢাকা (কর্মস্থল) থেকে বাড়িতে ছুটে আসি। কী ঘটে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। আমার ভাইয়ের অনেক ক্ষতি হয়ে গেল।
ঘটনাস্থলের কাছাকাছি বাড়ি মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরীর, তিনি বলেন, মতলব উত্তর থানা এলাকায় সম্প্রতি চুরি-ছিনতাই এর পাশাপাশি একাধিক হত্যা ও ডাকাতির ঘটনায় আমরা আতঙ্কের মধ্যে আছি।
এ বিষয়ে কথা হলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক জানান, আমি এবং আমাদের এএসপি সার্কেল তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। সরেজমিন পরিদর্শন করি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির বলেন, আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available