কুমিল্লা প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে কুমিল্লা নগরীর ১৫নং ওয়ার্ড কাটাবিল এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত মহরম আলী (৩৫), তিনি নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা মৃত চারু মিয়ার ছেলে। পেশায় তিনি ফল ব্যবসায়ী ছিলেন।
৩০ আগস্ট শনিবার রাত ৮টার দিকে কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহরমসহ দুই যুবক মোটরবাইকে পাথুরিয়া পাড়ার দিকে যাচ্ছিলেন। পথে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত মহরমকে কোপ দেয়। এতে মহরম ছিটকে পড়ে যায়।
সেখান থেকে পালাতে চাইলে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে রেখে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মহরমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্বজনরা জানায়, খবর পেয়ে তারা মেডিকেলে এসেছেন। নিহত মহরমের এক ছেলে, এক মেয়ে আছে। স্ত্রী অন্তঃসত্ত্বা।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available