• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৪৮:৫৬ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

পার্বতীপুরে পরকীয়া করতে গিয়ে গণপিটুনিতে নিহত কৃষক মফিজুল

৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৫৫:৫৫

সংবাদ ছবি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ার পলিপাড়া গ্রামের কৃষক মফিজুল(৫৫)পরকীয়ার জেরে নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনাটি ৩ সেপ্টেম্বর বুধবারের। রাত ১০টায় পার্শ্ববর্তী গ্রামে আপন শালির সাথে দেখা করতে গেলে হাতেনাতে ধরে ফেলেন ওই পরিবারের সদস্যরা। এরপর তাকে উত্তম মাধ্যম দেয়া হলে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে রাত ১টায় মফিজুল মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয়রা জানান, ইতিপূর্বেও ওই মহিলার সাথে তার অনৈতিক সম্পর্ক ধরা পড়লে বিষয়টি নিয়ে বিচার-সালিশ হয়। ওই মহিলার স্বামী চাকরির সুবাদে এলাকার বাইরে থাকায় মফিজুল ঘন ঘন আসতেন ওই বাড়িতে। বুধবার রাতে ওই মহিলার কাছে এলে হাতনাতে ধরে ফেলেন পরিবারের অন্য সদস্যরা।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২
৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:২৮:৪৩