মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদরে মাদক কারবারি ও স্থানীয়দের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন, শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে আসা ৮ জনের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ এবং ২ জনের মধ্যে ককটেলের আঘাতে আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available