• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ রাত ০৮:৫৭:৪৬ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

খিলক্ষেতে র‌্যাবের অভিযানে এ্যামোনিশনসহ গ্রেফতার ৪

৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৮:৩৬

সংবাদ ছবি

রাসেল হাওলাদার: রাজধানীর খিলক্ষেত ঢাকা রিজেন্সি হোটেলের সামনের হতে অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড এ্যামোনিশনসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

অভিযান বিষয়ে র‌্যাব-১ এর এক কর্মকর্তা বলেন, সম্প্রতি সারা দেশে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলার বেশ কিছু ঘটনা ঘটেছে। প্রকাশ্যে অস্ত্র ধারীদের মহড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। বিশেষ করে রাতের বেলায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে সাধারণ মানুষের ওপর।

রাজধানীর উত্তরা, বনানী, মোহাম্মদপুর, বনশ্রী, তেজগাঁও, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলার ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওগুলোতে দেখা যায়, আধিপত্য বিস্তার দ্বন্দ্বের জেরে সশস্ত্র ব্যক্তিরা জনবহুল সড়ক, বাজার কিংবা আবাসিক এলাকায় নির্বিচারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করছে।

তারা বলেন, এসব অপরাধ দমনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর গোয়েন্দা ও আভিযানিক দল নিবিড় ভাবে এ সকল অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তাদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করে আসছে। পাশাপাশি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় ৭ সেপ্টেম্বর রোববার রাতে র‌্যাব-১, উত্তরা, ঢাকার বিশেষ টহল দল ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ফুটওভারব্রিজের নিচে ঢাকা রিজেন্সি হোটেল এর সামনে পাঁকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে মো. গোলাম মাওলা কায়েছ (৫৭), পিতা-মৃত আব্দুল খালেক ব্যাপারী, মো. নাসিম রেজা (৩০), পিতা-মো. কামরুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ (৪০), পিতা-মো. আব্দুস সাত্তার, মো. পিয়ার হোসেন (৪২), পিতা-মৃত নাছির শেখকে আটক করা হয়।

একই সাথে তাদের ব্যবহৃত  মাইক্রোবাস তল্লাশি করে ১টি পিস্তল (দেশী আগ্নেয়াস্ত্র), ১টি ম্যাগাজিন, ১১ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ২টি ওয়ান শ্যুটারগান (দেশী আগ্নেয়াস্ত্র), ২টি কার্তুজ, ১টি মাইক্রোবাস, ১টি চাবি, ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড, নগদ-৪২০০/- টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২০
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৮:৪৫

সংবাদ ছবি
কুমিল্লায় মা-মেয়ে হত্যা: আটক ১
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৬:৫৫

সংবাদ ছবি
এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:১৫


সংবাদ ছবি
রাত পোহালে ডাকসুর ভোট, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৯


সংবাদ ছবি
হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর মরদেহ উত্তোলন
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৫

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে জটিল সমীকরণে মামুন মাহমুদ
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:১২

সংবাদ ছবি
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫০