• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে পৌষ ১৪৩২ ভোর ০৪:৪২:১৮ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় এক মাসে ১৪শ জন গ্রেফতার, মাদক অস্ত্র ও গুলি জব্দ

১০ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪৬:০০

কুমিল্লায় এক মাসে ১৪শ জন গ্রেফতার, মাদক অস্ত্র ও গুলি জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পুলিশ গত এক মাসে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১৩শ ৮২ জনকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

Ad

৯ জানুয়ারি শুক্রবার রাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশে ডিবি পুলিশসহ জেলা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

Ad
Ad

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলা ১৮৫ জন, ডেভিল হান্ট ফেজ-২তে ৪২৬ জন, ডাকাত ২১ জন, নিয়মিত মামলায় ৭৫০ জন আসামি রয়েছে। এ সময় পুলিশ  ৮০১ কেজি গাঁজা, ৪৫ হাজার ফিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে।

এছাড়া মাদক পরিবহন কাজে নিয়োজিত দুটি পিক আপ, একটি বাস, দুটি ট্রাক, দুটি সিএনজি জব্দ করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি পিকআপ একটি ট্রাক জব্দ করা হয়। ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ ও কৃষকের আটটি গরু উদ্ধার করা হয়।

এছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি পিস্তল, ৪টি এলজি, ১টি পাইপ গানসহ বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান এশিয়ান টিভি অনলাইনকে জানান, জনগণের জানমালের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে এই অভিযান আরো জোরদার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us