ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।


ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়। এ ঘটনার জের ধরে স্থানীয় দুইটি পক্ষের মধ্যে বিরোধে ছুরিকাঘাতে নিহত হন নজরুল।
স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা করা হয়। এ সময় ছুরিকাঘাতে নজরুল ইসলাম মারাত্মক জখম হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীরা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক। এ ঘটনায় অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি করছি।
তবে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রাথমিকভাবে শুনেছি এটা তাদের পারিবারিক সমস্যা নিয়ে ঝামেলা। কিন্তু এখন ঘটনাটিকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে। প্রাথমিকভাবে জানা গেছে দুলাভাই এবং বোনজামাই তাদের পাশাপাশি বাড়ি এবং তাদের নিয়ে আগে থেকে সমস্যা ছিল। যে মেরেছে সে আমাদের দলের সমর্থক— এটা যদি হয়ে থাকে আমরা ব্যবস্থা নেব।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে একজন মারা যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available