লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ডিবি পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অপবাদে কলেজ ছাত্র আশরাফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

২৪ জানুয়ারি শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১। এর আগে ২৩ জানুয়ারি শুক্রবার গভীর রাতে রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন, শাকিল বেপারী (২৩), সোহাগ বেপারী (১৯) ও মোক্তার পাটওয়ারী (২০)। তারা সবাই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের বাসিন্দা।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে পূর্বপরিকল্পিতভাবে আশরাফুল ইসলামকে মোবাইল ফোনে ডেকে নেন আসামিরা। ঘটনাস্থলে পৌঁছালে তাকে লোহার হাতুড়ি, রড ও জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। এতে আশরাফুল গুরুতর আহত হন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জানুয়ারি আশরাফুল ইসলামের মৃত্যু হয়।
র্যাব জানায়, ঘটনার কিছুদিন আগে আসামি শাহিন বেপারীকে ডিবি পুলিশ আটক করে। ওই ঘটনায় আশরাফুল ইসলাম ডিবিতে সংবাদ দিয়ে ধরিয়ে দিয়েছেন এমন অপবাদ তুলে তাকে আগেই হুমকি দেওয়া হচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে।
র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available