• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:১৭:২১ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তদের হামলা

৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:২৭:১১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় কাউন্টারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কাউন্টারের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

জানা গেছে, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর করে কয়েকজন যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ওই সময়ে দুই যুবক সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনে। তারা হঠাৎ করেই কাউন্টারে হামলা চালায় এবং ভাঙচুর করে। এতে কাউন্টারের কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় আতঙ্কে আশপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায়।

সোহাগ পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ ঘটনায় তাদের কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২
৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:২৮:৪৩