কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল গুপ্তহত্যা ও সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

২৪ জানুয়ারি শনিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার খোয়ালখালী এলাকায় নির্বাচনি গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ফলে জনগণ এবার ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। ভোটের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করে। বাংলাদেশের সেই নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমানউল্লাহ আমান অভিযোগ করেন, তিনি নিজে ও তার সমর্থক দলের নেতাকর্মীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন।
এ সময় তিনি ভোটাধিকার প্রয়োগে নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available