• ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩২ রাত ০৮:২২:০৩ (24-Dec-2025)
  • - ৩৩° সে:

খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

২৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৪:৫৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে আমদানি শুল্ক কমিয়েছে সরকার। কাস্টমস ডিউটিসহ মোট ৪০ শতাংশ শুল্ক কমানো হয়েছে।

Ad

২৪ ডিসেম্বর বুধবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে ২৩ ডিসেম্বর মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

Ad
Ad

এই শুল্ক ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে খেজুরের দাম সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ কমানো হয়েছে।  

পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে তা চলতি বছরেও বহাল আছে।  

খেজুর আমদানিতে আমদানি শুল্ক এবং অগ্রিম আয়করে উল্লেখযোগ্য পরিমাণে ছাড় দেওয়ার কারণে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ এবং বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
গাজীপুর-৩ আসনে ডা. বাচ্চুর মনোনয়ন ফরম সংগ্রহ
২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪


সংবাদ ছবি
রামপালে আইনশৃঙ্খলা কমিটির সভা
২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:১৮


Follow Us