• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ ভোর ০৪:৪৯:২৮ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, পাশের বাসায় আশ্রয় নিলেন গায়ক

২২ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০৫:২৭

সংবাদ ছবি

বিনোদন প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ২২ মে বৃহস্পতিবার সকালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার বনানীর বাসায় এ ঘটনা ঘটে। পরিবারসহ অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে এই শিল্পী জানান।

Ad

বাপ্পা মজুমদার বলেন, ‘ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখি। আগুনের আঁচ এসে মুখে লাগে। ঘাবড়ে যাই, কী করব বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম।

এমন অবস্থায় পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ হয়। এরপর অভিনয়শিল্পী স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা। পাশের শাহান কবন্ধের বাসায় আশ্রয় নিই।
জানা গেছে, শর্ট সার্কিট থেকে বাসাটির তৃতীয় তলায় আগুন লাগে।

Ad
Ad

চারদিক বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বনানীর সেই বাসাটির চতুর্থ তলায় থাকেন বাপ্পা মজুমদার। 
তিনি জানান, প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট তারা সবাই বাসায় দম বন্ধ অবস্থায় ছিলেন। পরে ফায়ার সার্ভিস এসে বাকি সবাইকে উদ্ধার করেন।

বৃহস্পতিবার বিকেলে বাপ্পা মজুমদার বলেন, অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি।

আমাদের বাসার নিচতলায় শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছিল বলে জেনেছি। পুরো বাসা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। ৩০-৪০ মিনিট আমরা সবাই তো বাসার ভিতরে দমবন্ধ অবস্থায় ছিলাম। কোনোভাবে বের হতে পারছিলাম না। পরে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম যেন খোলা বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে পারি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসার সবাইকে উদ্ধার করেন, বাইরে বের করে নিয়ে আসেন।

তিনি আরো বলেন, আপাতত আমরা সবাই ঠিক আছি। আমাদের পরিবার কিংবা সেই বাসার কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমনভাবে। কেউ আহত হননি। বলতে পারেন, ভয়ংকর বাঁচা বেঁচে গেছি। যেকোনো কিছু একটা ঘটে যেতে পারতো।

বাপ্পা জানান, ঘটনাটা ভোরের, তাই ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত আসতে পেরেছে, আর এ জন্য হয়তো বড় কোনো আঘটন ঘটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us