সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত দেশব্যাপী শিশু প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র সেরা পাঁচের ফাইনাল পর্বে স্থান পেয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মেধাবী শিশু শিক্ষার্থী এহসানুল হক ধ্রুব। সে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

ধ্রুব কৌতুক অভিনয়ে 'খ' গ্রুপ থেকে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ১ নভেম্বর শনিবার থেকে শুরু হওয়া চূড়ান্ত পর্ব চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। এই ফাইনাল পর্বে প্রত্যেক বিভাগে ৫ জন প্রতিযোগী রয়েছে। তাদের মধ্য থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে স্থান করে নেবে।


জানা গেছে, প্রতিযোগিতার আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের বাছাইপর্বের পরে চূড়ান্ত পর্যায়ে সেরা দশে স্থান পায় এবং অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে এহসানুল হক ধ্রুব জাতীয় ফাইনাল রাউন্ডে সেরা পাঁচ-এ জায়গা করে নিয়েছে। সে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের বাসিন্দা। তার বাবা এমদাদুল হক লিটন সুনামগঞ্জের জগন্নাথপুর পূবালী ব্যাংক পিএলসির শাখা প্রধান এবং মা হাফসা আক্তার লিপা স্থানীয় টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
এহসানুল হক ধ্রুব জানায়, ‘বাংলাদেশ টেলিভিশনের মতো জাতীয় মঞ্চে নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আমি যেন ফাইনাল রাউন্ডে ভালো কিছু করতে পারি সেজন্য সবার দোয়া চাই।’
ধ্রুবের সাফল্যে তার পরিবার, শিক্ষক ও স্থানীয় সংস্কৃতি অঙ্গনের মানুষদের মধ্যে আনন্দের বন্যা বইছে। উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠন ইতোমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছে।
দোয়ারাবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা বলেন, ‘এহসানুল হক ধ্রুব আমাদের উপজেলার সুনাম বয়ে আনবে। তার এই অর্জন দোয়ারাবাজারের সাংস্কৃতিক অগ্রযাত্রায় একটি বড় প্রেরণা হয়ে থাকবে। দোয়া করি, সে সাফল্যের শীর্ষস্থান অর্জন করুক।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available