বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম প্রভাবশালী কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে পরিচিত অভিনেত্রী আলিয়া ভাট। এবার নিজের পোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ি ও স্বামীর পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন আলিয়া ভাট। অনুষ্ঠানে তার পরনে থাকা শার্টের বুকের কাছে সাদা সুতোয় নকশা করা হিন্দি শব্দ ‘কাপুর’ ভক্তদের দৃষ্টি কাড়ে। তার এই ফ্যাশন স্টেটমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


অনুষ্ঠানে ছিমছাম মেকআপ ও আভিজাত্যপূর্ণ সাজে আলিয়াকে দেখা যায়। তবে তার পোশাকের ওই বিশেষ অংশই আলোচনার কেন্দ্রে উঠে আসে। অনেক ভক্তই মন্তব্য করেছেন, পোশাকের মাধ্যমে পরিবারের প্রতি সম্মান ও গর্ব প্রকাশের দারুণ উদাহরণ সৃষ্টি করেছেন আলিয়া। কেউ কেউ তাকে কাপুর পরিবারের ‘রানি’ বলেও আখ্যা দিয়েছেন।
বলিউডে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা পরিচালনা ও শুটিংয়ের ব্যস্ততা থাকলেও পারিবারিক জীবনেও সমান গুরুত্ব দিয়ে থাকেন আলিয়া ভাট। কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নিজের গর্বের কথা তিনি এর আগেও বিভিন্ন সময় প্রকাশ করেছেন। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে তার সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যায়।
দীর্ঘ আড়াই দশক ধরে বলিউডে নানা প্রভাবশালী পরিবারের উপস্থিতি থাকলেও কাপুর পরিবারকে অন্যতম শক্তিশালী ও সম্মানিত পরিবার হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই এই পরিবারের সদস্য আলিয়া ভাট। কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available