লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দেশীয় প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে জীব-বৈচিত্র্যের জন্য নান্দনিক আবাসস্থল হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আয়োজনে চুনতি রেঞ্জধীন সাতগড় বিটের আওতায় সাপের গাত এলাকায় চুনতি বনাঞ্চল পুনরুদ্ধারকল্পে আকাশনি অপসারণ করে দেশীয় প্রজাতির চারা রোপণ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাতগড় বিটের আওতায় ১২২৯ একর জায়গায় আকাশমনি বাগান সৃজন করা হয়েছিল, সেগুলো অপসারণ করে দেশীয় প্রজাতির চারা রোপণ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চুনতি বনাঞ্চল এলাকার এটি এশিয়ান এলিফ্যান্ট বিচরণ কেন্দ্র, প্রজনন কেন্দ্র ও হাতিদের আবাসস্থল। বন্যহাতির করিডোর পুনঃরুদ্ধার করে তাদের উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা আকাশমনিকে অপসারণ করব, দেশীয় প্রজাতির চারা দিয়ে বনায়ন সৃজন করব।
উদ্বোধনকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পরিবেশ উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমি, দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন, চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবির হাসান, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদ, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার, সাতগড় বিট কর্মকর্তা মহসিন ইমরান, ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন, হারবাং বিট কর্মকর্তা আরিফুল ইসলামসহ বনবিভাগের অন্যন্যা কর্মকর্তা ও স্টাফরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুনতি রেঞ্জাধীন সাতগড় বিটের আওতায় সাপের গাত এলাকায় সরকারি বনাঞ্চল পুন:প্রতিষ্ঠা কার্যক্রমে ঢাকিজাম, উড়িআম, পিতরাজ, সিভিট, লোহাকাঠ, উদাল, ধারমারা, বাজনা, ডুমুর, তেজবহল, গর্জন, জাম, জলপাচালতা, অর্জুনসহ অন্যান্য গাছের চারা রোপণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available