• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ ভোর ০৫:৫১:৫৯ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বিমান হামলায় আল জাজিরার দুই সাংবাদিক নিহত

১ আগস্ট ২০২৪ সকাল ০৭:৫১:০৪

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনীর বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন।

৩১ জুলাই বুধবার গাজা সিটির পশ্চিমে আল শাতি শরণার্থীশিবিরে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দুই সাংবাদিক আল জাজিরা আরবির হয়ে কাজ করতেন। তারা হলেন প্রতিবেদক ইসমাইল আলঘোল এবং ক্যামেরাম্যান রামি আল রিফি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার ভোরে নিহত হওয়া হামাসপ্রধান ইসমাইল হানিয়ার বাড়িতে গিয়েছিলেন নিহত দুই সাংবাদিক। সেখানে হানিয়ার বিধ্বস্ত বাড়ির পাশ থেকে খবর প্রকাশ করেন তারা। এরপর যখন তারা ফিরে আসছিলেন তখন তাদের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেছে। অব্যশ্য গত অক্টোবর থেকে চালানো যুদ্ধে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি আগে থেকেই অস্বীকার করে আসছে ইসরাইল।

আল জাজিরা আরবির ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মোওয়াদ বলেছেন, তার কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কারণ, তারা ‘সাহসের সঙ্গে উত্তর গাজার ঘটনাগুলো জানাচ্ছিলেন’। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭