আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের পক্ষ থেকে ভারতের উদ্দেশে দেওয়া পারমাণবিক হামলার হুমকির পর ফের কথার লড়াই জমে উঠেছে দু’দেশের মধ্যে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৪ আগস্ট বৃহস্পতিবার ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় দাঁড়িয়ে দেওয়া ভাষণে মোদি স্পষ্ট ভাষায় বলেছেন, পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক হুমকি কোনভাবেই সহ্য করবে না ভারত।
একইসঙ্গে সিন্ধু পানিচুক্তি মানেন না জানিয়ে তিনি বলেন, পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। খবর এনডিটিভির।
মোদি বলেন, ভারতের পানি শত্রুর জমি সেচে ব্যবহার হয়েছে। অথচ,আমার ভূমি শুকনা থেকেছে। এখন ভারত ও ভারতীয় কৃষকরা নিজেদের প্রাপ্য পানির অধিকার পাবে। কৃষক ও দেশের কল্যাণে আমরা সিন্ধু পানিচুক্তিতে আর সম্মত নই।
তিনি বলেন, আমাদের দেশ দীর্ঘ বহু বছর ধরে সন্ত্রাসকে সহ্য করে এসেছে। তবে, সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের লালন-পালনকারীদের আমরা এবার মোটেই আলাদা আলাদা ভাববো না। ওরা মানবতার শত্রু। তাদের মধ্যে কোনও ফারাক নেই।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে; এই পরমাণু হামলার হুমকি এবার আর আমরা মেনে নেব না। অনেকদিন ধরে এই ব্ল্যাকমেইল চলছে। এবার আর মেনে নেওয়া হবে না। যদি এরপরও শত্রুরা অপরাধ জারি রাখে, তাহলে এবার আমাদের সেনারাই ঠিক করবে। সন্ত্রাস চালালে কড়া জবাব দেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available