আন্তর্জাতিক ডেস্ক: জামিন পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ২৬ আগস্ট মঙ্গলবার কলম্বোর একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত শুক্রবার রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় গ্রেফতার করা হয় ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদকে। গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন রনিল বিক্রমাসিংহেকে। সেসময় এক বিদেশ সফরকে কেন্দ্র করে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগটি তোলা হয়।
অপরদিকে, তিন সাবেক শ্রীলঙ্কান প্রেসিডেন্ট রবিবার বিক্রমাসিংহের প্রতি সংহতি প্রকাশ করে তার আটককে ‘গণতন্ত্রের ওপর পরিকল্পিত আঘাত’ বলে আখ্যা দেন। বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) দাবি করেছে, রাজনৈতিক পুনরাগমনের ভয়ে তাকে নিপীড়ন করা হচ্ছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে দিসানায়েকের কাছে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেও বিক্রমাসিংহে এখনো সক্রিয় রাজনীতিতে আছেন, যদিও কোনো নির্বাচিত পদে নেই। তিনি দাবি করেছেন, যুক্তরাজ্যে তার স্ত্রীর ভ্রমণ খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে, সরকারি তহবিল ব্যবহার করা হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available