• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ রাত ১১:৪৭:৩৬ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

গায়ে হলুদে ভয়াবহ দুর্ঘটনার কবলে বর-কনে

২৫ নভেম্বর ২০২৫ সকাল ১০:১৮:৪২

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: গায়ে হলুদের আনন্দঘন মুহূর্ত মুহূর্তেই বিষাদে রূপ নিল। বিয়ে বাড়িতে ব্যতিক্রমী চমক দিতে গিয়ে রঙিন হাইড্রোজেন বেলুন বিস্ফোরণে দগ্ধ হলেন বর-কনে। ঘটনায় গুরুতরভাবে পুড়ে যায় কনের মুখ ও পিঠ, আর বরও আহত হন পিঠ, আঙুল ও চুলে।

Ad

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের খোলা মঞ্চে বর-কনে হাতে একগুচ্ছ রঙিন বেলুন ধরে দাঁড়িয়ে। চারপাশে উপস্থিত অতিথিরা ‘স্মোক গান’ বা ফটোশুটের এফেক্ট তৈরির বন্দুক ব্যবহার করছিলেন। হঠাৎ এক অতিথির অসাবধানতাবশত সেই স্মোক গানের আগুন বেলুনের দিকে যায়, আর সঙ্গে সঙ্গেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

Ad
Ad

বেলুনে থাকা হাইড্রোজেন গ্যাসের কারণে বিস্ফোরণের মাত্রা ছিল তীব্র। মুহূর্তেই দুজন আগুনে দগ্ধ হন। পরে ইনস্টাগ্রাম পোস্টে বর-কনে জানান, অনুষ্ঠান শেষে পোড়া দাগ ঢাকতে কনের মেকআপ নতুন করে করতে হয়েছে এবং বরকে বাধ্য হয়ে চুল কেটে ফেলতে হয়েছে। তবে পরে তারা সেই পোস্ট মুছে ফেলেন।

ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিষয়টি ঘিরে।

এক নেটিজেন মন্তব্য করেন, ট্রেন্ডে গা ভাসানোর আগে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

সাম্প্রতিক সময়ে বিয়ে বা পার্টিতে বেলুন, স্মোক গানসহ ঝুঁকিপূর্ণ এফেক্ট ব্যবহারের প্রবণতা বাড়লেও বিশেষজ্ঞদের মতে, হাইড্রোজেন বেলুন অত্যন্ত দাহ্য সামান্য আগুনেই বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
‘শেফস টেবিল কোর্টসাইড’-এ বিজয় দিবস উদযাপন
১৭ ডিসেম্বর ২০২৫ রাত ১১:৩৭:১১






সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
১৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৪২




Follow Us