• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:১৯:০০ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

সৌদি আরবে ভিক্ষার অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে ফেরত

১৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৭:৩৮

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৪ হাজার পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এছাড়া সংঘবদ্ধ ভিক্ষুকদের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে চলতি বছর অন্তত ৬৬ হাজার পাকিস্তানি যাত্রীকে বিমানবন্দর থেকে বিদায় দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Ad

দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির তথ্য অনুযায়ী, ভিক্ষাবৃত্তির অভিযোগে ২০২৫ সালে সৌদি থেকে ২৪ হাজার, দুবাই থেকে ৬ হাজার এবং আজারবাইজান থেকে ২ হাজার ৫০০ জন পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

Ad
Ad

এফআইয়ের মহাপরিচালক রিফাত মুখতার এএফপিকে এ প্রসঙ্গে বলেছেন, নাগকিরদের ভিক্ষাবৃত্তির প্রবণতার কারণে আন্তর্জাতিক বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে পাকিস্তানের। তিনি আরও বলেছেন, শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই নয়, আফ্রিকা ও ইউরোপের দেশগুলোতে গিয়েও পাকিস্তানি নাগরিকদের একাংশ ‘ভিক্ষুকচক্র’ গড়ে তুলেছেন- এমন অভিযোগ পেয়েছে সরকার।

প্রসঙ্গত, বিভিন্ন ভিসায় গিয়ে মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান ও ভিক্ষাবৃত্তির অভিযোগে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করেছে। ২০২৪ সালে সৌদি আরবও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদকে অভিযোগ জানিয়েছিল।

চলতি বছর ইসলামবাদকে সতর্কবার্তা দিয়ে রিয়াদ বলেছে যে পাকিস্তানের সরকার যদি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে সামনের বছর পাকিস্তানি ওমরা ও হজযাত্রীদের ভিসা প্রদানের ক্ষেত্রে তার গুরুতর প্রভাব পড়বে। সূত্র : এএফপি 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
১৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১৭:৩৯




সংবাদ ছবি
কালিয়াকৈরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৫:৫৩


সংবাদ ছবি
সাটুরিয়ায় হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া
১৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১৭:৩২




Follow Us