• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৮:৩৫ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম বন্দর পরিচালনা চুক্তির প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায়

৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১১:৪৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ব্যবস্থাপনা হস্তান্তরের প্রক্রিয়া বৈধ কি না—এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন।

Ad

৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তির প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দিলেও, জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদনটি খারিজ করে দেন।

Ad
Ad

নিয়মানুযায়ী এখন প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের অন্য একটি বেঞ্চ নির্ধারণ করবেন।

গত ৩০ জুলাই এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন, যেখানে জানতে চাওয়া হয়, এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের যে চুক্তির প্রক্রিয়া চলছে, তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। সহায়তায় ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে, গত ১৩ নভেম্বর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনসিটি বিদেশি পক্ষের হাতে হস্তান্তর করা হবে না বলে আদালতকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। পরে ২৫ নভেম্বর তিনি মত দেন, ‘নির্বাচিত সরকার যে ধরনের সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকারও একই সিদ্ধান্ত নিতে পারে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বকশীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়
১৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫২:০০



সংবাদ ছবি
শাহরাস্তিতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ
১৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:০১





সংবাদ ছবি
আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা
১৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৩:২৫


Follow Us