• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩২ ভোর ০৫:০৮:৫১ (31-Aug-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নানা আয়োজনে আবৃত্তি সংসদ কুমিল্লার ৩৩তম বর্ষপূর্তি উদযাপন

২৯ আগস্ট ২০২৫ দুপুর ১২:২৬:৩১

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: আবৃত্তি সংসদ কুমিল্লার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির অভিষেক নানা আয়োজন ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা রক্ষা করে আসা সংগঠনটি এবারের আয়োজনকে পরিণত করেছে এক স্মরণীয় মিলনমেলায়।

২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট মিলনায়তনে আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী ও শ্রোতাদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ছিল আলো প্রজ্বলন, কেক কাটা, শুভেচ্ছা বক্তব্য, নবগঠিত কমিটির অভিষেক এবং একক ও দলীয় আবৃত্তি পরিবেশনা।

আবৃত্তি সংসদ কুমিল্লার নবনির্বাচিত সভাপতি সুমনা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, অধ্যক্ষ নিখিল রায়, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, সংগীতশিল্পী ইশতিয়াক পল্লব এবং নজরুল ইন্সটিটিউট কর্মকর্তা মো. আল আমিন। তাঁরা আবৃত্তি সংসদ কুমিল্লার দীর্ঘ সাংস্কৃতিক যাত্রাকে প্রশংসা করে ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করেন।

নতুন কমিটির অভিষেক পর্ব উপস্থাপন করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক রতন ভৌমিক প্রণয়। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “এই দীর্ঘ যাত্রাপথে যারা আমাদের সহযাত্রী হয়েছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনেও আবৃত্তি সংসদ কুমিল্লা সংস্কৃতির আলো ছড়িয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে একক ও দলীয় আবৃত্তি পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের আবৃত্তি বিভাগ এবং পরম্পরায় কিশোর-কিশোরী বিভাগ পরিবেশন করে দলীয় আবৃত্তি। একক আবৃত্তি করেন মৃত্তিকা আবৃত্তি সংগঠনের রুবেল কুদ্দুস, কবিতাবৃত্তের সুলতানা পারভীন দীপালি, শাণিত উচ্চারণ কুমিল্লার জীৎনাথ, কণ্ঠসাধন চান্দিনার সারোয়ার নাঈম, শব্দশ্রুতি কুমিল্লার কাজী জহির, ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার তানিয়া সুমাইয়া, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের মো. ফয়সাল এবং ঢাকার শ্রুতিঘর শিল্পী জি এম মহসিন। আবৃত্তি সংসদ কুমিল্লার শিল্পীদের মধ্যে পরিবেশনায় অংশ নেন রজন সাহা, দেবযানী পাল, অন্তরা আইচ, আহমেদ রাসেল ও বিপ্লব সাহা।

সবশেষে দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমনের প্রাণবন্ত আবৃত্তি পুরো অনুষ্ঠানকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। তাঁর কণ্ঠে কবিতার আবেগে বিমোহিত হয় উপস্থিত দর্শক-শ্রোতারা। পুরো অনুষ্ঠান প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন নির্বাহী সদস্য স্যাম মামুন ও নুর হোসেন রাজীব।

উল্লেখ্য ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে আবৃত্তি সংসদ কুমিল্লা কবিতা ও আবৃত্তিচর্চার মাধ্যমে এক অনন্য সাংগঠনিক সংস্কৃতি আন্দোলন গড়ে তুলেছে। জেলার স্কুল-কলেজ থেকে শুরু করে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানেও এ সংগঠনের শিল্পীরা সুনাম অর্জন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
মাদক ও কিশোর গ্যাং ঠাঁই নেই : হেলাল তালুকদার
৩০ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৫৫


সংবাদ ছবি
সরিষাবাড়ীতে সাপের কামড়ে নারীর মৃত্যু
৩০ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:০৯


সংবাদ ছবি
নিজের জুস খেয়ে নিজেই অজ্ঞান
৩০ আগস্ট ২০২৫ বিকাল ০৫:২৭:৪৯