• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৫৪:০২ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

বরগুনায় ৪০ জন সাংবাদিক পেলেন ক্লাইমেট ফাইন্যান্স ও ইন্টিগ্রিটি প্রশিক্ষণ

১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৩৯:৩২

সংবাদ ছবি

বরগুনা প্রতিনিধি: বাংলাদেশে তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সাংবাদিকদের জন্য ‘ক্লাইমেট ফাইন্যান্স ও ইন্টিগ্রিটি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন ৪০ জন সাংবাদিক।

ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের অর্থায়নে ৩০ আগস্ট শনিবার ও ৩১ আগস্ট রোববার বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিদিন ২০ জন করে দুই দিনে মোট ৪০ জন স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদ এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

প্রকল্প সূত্রে জানা যায়, বরগুনা ও পটুয়াখালী জেলার মোট ৩২টি ইউনিয়নে চলমান এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে তৃণমূল জনগণের কাছে জলবায়ু অর্থায়নের সঠিক ব্যবহার নিশ্চিত করা। এ উদ্যোগ থেকে প্রত্যক্ষভাবে ৭,৫৭০ জন এবং পরোক্ষভাবে ২৪,৩৩৯ জন মানুষ উপকৃত হবেন। এর মধ্যে রয়েছে দলিত, হিজড়া, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরাও।

ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ জলবায়ু বিষয়ক সরকারি সেবায় আরও সংবেদনশীল ও দায়িত্বশীল হবেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহি বাড়বে। দুর্যোগ প্রস্তুতি, প্রশমন ও পুনর্বাসন কার্যক্রম আরও স্বচ্ছ ও টেকসই হবে।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন ওয়েভ ফাউন্ডেশনের বরগুনা সদর প্রকল্প কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ও কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মনিরুল ইসলাম। তারা বলেন, সাংবাদিকরা যদি বাজেট, ব্যয় ও জনগণের অভিজ্ঞতা মিলিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেন, তবে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:০৪

সংবাদ ছবি
চট্টগ্রামে নকল বিড়ি জব্দ
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৫:০৯





সংবাদ ছবি
ভূমিকম্পে আফগানিস্তানে নিহত ২৫০, আহত ৫০০
১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৪৬

সংবাদ ছবি
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০৮:৪৭