নিজস্ব প্রতিবেদক: দগ্ধ রোগীদের চিকিৎসায় রক্তের প্রয়োজনীয়তা নিয়ে জনমনে যে উদ্বেগ ও গুজব ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সব ব্লাড গ্রুপের জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবী রক্তদাতা প্রস্তুত আছেন এবং প্রয়োজন মাফিক তাদের তালিকা সংরক্ষণ করা হয়েছে।
২৩ জুলাই বুধবার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এক বার্তায় জানানো হয়েছে, দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত (সব ব্লাড গ্রুপ) নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। যথেষ্ট সংখ্যক স্বেচ্ছা রক্তদানে আগ্রহী ব্যক্তির ব্লাড গ্রুপ, নাম ও ফোন নম্বর তালিকাভুক্ত করা আছে। যেহেতু এ ধরনের রোগীদের ক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া হয়, তাই আগে সংগ্রহ করে রাখা হচ্ছে না। যখনই বিশেষজ্ঞরা মনে করবেন প্রয়োজন, তখনই তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীর সঙ্গে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করে রোগীকে দান করা হবে। এমতাবস্থায় কোনো ব্লাড গ্রুপেরই রক্তের সংকট নেই এমনকি সে ধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার কোনো সম্ভাবনাও নেই।
রক্তের প্রয়োজনে ডেপুটি সিভিল সার্জন ডা. সরকার ফারহানা কবির এর সঙ্গে (০১৭৯২৭৪৪৩২৫) যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available