• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ রাত ১০:৫০:১৯ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

শুভাঢ্যা খালের দখলদারদের এক বিন্দু ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৬ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৫১:৫১

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভূমিদস্যদের এক বিন্দু ছাড় দেয়া হবে না মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ভৌগোলিক দিক থেকে শুভাঢ্যা খালের গুরুত্ব অনেক, এর রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

২৪ আগস্ট মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ি ব্রিজ এলাকায় শুভাঢ্যা খালের পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ কথা বলেন।

শুভাঢ্যা খাল দখল ও দূষণ থেকে মুক্ত করে দুই পাড়ে ১৪ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ সহ স্বচ্ছ পানি প্রবাহ তৈরি করতে ৩১৭ কোটি টাকা ব্যয়ে শুভেচ্ছা খাল পুন:খনন প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে প্রকল্পের ৭ কিলোমিটার অংশ ক্ষনন কাজ শেষ হয়েছে। বাকি কাজ সেনাবাহিনীর মাধ্যমে শেষ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা রেজওয়ানা হাসান আরও বলেন, যেই ৭ কিলোমিটার খালের কাজের উদ্বোধন করা হলো সেটা এখন আর খাল নেই। সেটা প্লাস্টিক এবং গার্মেন্টসের ঝুটের খাল হয়ে গেছে। এছাড়াও খালের পাড় ঘেঁষে অবৈধ দখল করে অনেক বড় বড় আবাসিক ভবন তৈরি করা হয়েছে। এগুলো উচ্ছেদ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। তাই এই কাজটি সেনাবাহিনীকে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, খাল খনন কাজ পুরোপুরি শেষ হলে এই সংস্কার ধরে রাখতে কারখানার বর্জ্য এবং পয়োবর্জ্য ও গৃহস্থালী বর্জ্য আর খালে ফেলা যাবে না। এগুলোর জন্য ঢাকা সিটি কর্পোরেশন একটা সুষ্ঠু ব্যবস্থাপনা করে দিবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পরিচালক মোস্তফা খান, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ ও প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট জেনারেল শাহাদাত হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ঘরে নববধূ, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৫:৩১