• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ দুপুর ১২:৫১:৪৭ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

দেশ-বিদেশে ইঞ্জিনিয়ারিং কোরের অবদানে সেনাবাহিনী গর্বিত: সেনাপ্রধান

২৬ অক্টোবর ২০২৫ দুপুর ০২:১৮:১৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের নবম কর্নেল কমান্ডেন্ট হিসাবে অভিষিক্ত করা হয়েছে।

Ad

২৬ অক্টোবর রোববার সকালে সেনাপ্রধান নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সেনানিবাসের কমান্ডেন্ট তাকে অভিবাদন জানান। এরপর আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানকে কর্নেল কমান্ডেন্ট ব্যাজ পরানো হয়। ব্যাজ পরানোর পর সেনাপ্রধান প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।

Ad
Ad

এ সময় সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, দেশ ও বিদেশে এই কোরের সদস্যরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অবকাঠামো নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছে। এই কোরের অবদান জাতিসংঘ স্বীকৃত এবং বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোরের কাজে গর্বিত। এজন্য আগামীতে এই কোরের সক্ষমতা বৃদ্ধিতে আরও উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে জিওসিসহ (জেনারেল অফিসার কমান্ডিং) সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
বিসিবির পরিচালনা পর্ষদে রুবাবা দৌলা
৩ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২১:৩৪







Follow Us