স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ আফজাল রাজন।


সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তাবৃন্দ, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ৫৩ বিজিবির প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সভায় অংশ নেন।
এ ছাড়া সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপুসহ অন্যান্য সাংবাদিকরা অংশ নেন।
সভায় ইউএনও মো. মারুফ আফজাল রাজন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available