• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:২৪:৫৪ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

‘সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিলেন’

২৭ জুলাই ২০২৫ সকাল ১০:৩২:৪১

সংবাদ ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জবাসী ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিলেন। মানুষের মানব অধিকার, মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। আপনারা এই কিশোরগঞ্জ থেকেই ফ্যাসিস্টের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন।

২৬ জুলাই শনিবার রাত ৯টায় কিশোরগঞ্জে জেলা শহরের পুরানথানা এলাকার পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পরেও মানুষের অধিকার আদায় হয়নি। দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতি চিরতরে বিলুপ্ত করা যায়নি।

তিনি বলেন, আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরনো ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা ছিল সেসকল অনিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র তৈরি করতে হবে। নতুন সরকার তৈরি করতে হবে। কিন্তু আফসোসের বিষয় আমরা এখনো নতুন দেশ পাইনি।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্রাহ, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে মৌলভীবাজারে পথসভা শেষে সন্ধ্যায় এনসিপি'র নেতৃবৃন্দের গাড়িবহর কিশোরগঞ্জে পৌঁছায়। পরে, প্রশাসনিক প্রটোকল শেষ করে শহরের পুরাতন স্টেডিয়ামের সামনের সড়ক থেকে পদযাত্রা শুরু করেন।

পদযাত্রাটি স্টেশনরোড হয়ে সভাস্থল পুরানথানা এলাকায় পথসভায় যোগ দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
বকশীগঞ্জে সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ
৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১০:২৮




সংবাদ ছবি
চীন অপ্রতিরোধ্য, কাউকে ভয় পাবে না: শি জিনপিং
৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:২১:১০