• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৩:২৭:৪০ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

জিয়াউর রহমানের হাত ধরেই কৃষিতে বিপ্লব এসেছিল: মির্জা ফখরুল

২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৩:৪৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক:"শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এদেশের কৃষিতে বিপ্লব এসেছিল। তিনি দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ফসল উৎপাদনের মাধ্যমে ১৯৭৬-৭৭ সালে চালসহ নানা কৃষিপণ্য বিদেশে রফতানি করেছিলেন" বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, "জিয়াউর রহমান খাল খনন, কলকারখানা চালু, গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা এবং কৃষিতে আত্মনির্ভরতা তৈরি করেছিলেন। শ্রমিকরা কাজ করে ডলার আনেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠান— সেই রেমিট্যান্সই আজ দেশের অর্থনীতির চালিকাশক্তি।"

২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ৩টায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জনদুর্ভোগ নিরসনে তারেক রহমানের নির্দেশে খাল-নর্দমা পরিষ্কার কর্মসূচিতে রাজধানীর উত্তরা তুরাগ থানার ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খালের নর্দমা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, "শেখ হাসিনা আগেও গুম-খুন করেছেন, রাতে ভোট করেছেন। এখনো শয়তানি ছাড়েননি। ভারতে বসে আওয়ামী লীগ-যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ দিয়ে নাশকতার নির্দেশ দিচ্ছেন।"

তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট হাসিনার সরকার ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এবং আড়াই হাজার নেতাকর্মীকে গুম করেছে।"

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য, শিক্ষা ও বিচার বিভাগকে স্বাধীন করা হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, প্রভাবশালী যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, কফিল উদ্দিন, আফাজ উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমিনুল হক বলেন, "তারেক রহমানের নির্দেশে মহানগর উত্তরের ২৬ থানা ও ৭১ ওয়ার্ডে দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।"

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭