• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ বিকাল ০৪:২৯:০০ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে বাদ দিতে হবে: আমির খসরু

২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৫৮:৩৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অনেক উপদেষ্টা ইতোমধ্যে তাদের নিরপেক্ষতা হারিয়েছেন জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, যারা নিরপেক্ষতা হারিয়েছে অবিলম্বে তাদের বাদ দিয়ে দ্রুত অন্তর্বর্তী সরকারের আদলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রুটিন মাফিক কাজ করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

Ad

২৫ অক্টোবর শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ‘ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

তিনি বলেন একটি দল দেশেকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল বিএনপি অরাজকতা চায় না। যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী ৪২টি দল মিলে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে  ৩১ দফা কর্মসূচি তৈরি করা হয়েছে, আমরা ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা হবে, পাশাপাশি জাতীয় ঐক্যমত কমিশন এবং রাজনৈতিক দলসমূহ মিলিয়ে জাতীয় জুলাই সনদ তৈরি করা হয়েছে, সেটিও বাস্তবায়ন করা হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর মাহবুবুর রহমান,ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৩:৪৯



সংবাদ ছবি
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৪:৪৫






Follow Us