• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ রাত ০৯:২৪:২১ (26-Jan-2026)
  • - ৩৩° সে:

হাসিনার মতো পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না: মির্জা ফখরুল

২৬ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪৯:২৮

হাসিনার মতো পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আওয়ামী লীগ করে, তাকে (শেখ হাসিনা) সমর্থন করে, নৌকায় ভোট দিত, সবাইকে বিপদে ফেলে চলে গেল। এ রকম নেতা তো আমরা চাই না। যে নিজের লোককে ফেলে পালিয়ে যাবে।

Ad

২৬ জানুয়ারি সোমবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

মির্জা ফখরুল বলেন, ভোটটা আমার রাইট, অধিকার। এটা (ভোট) আমাকে দিতে দেয়নি আগের সরকার, হাসিনা সরকার। দেয়নি তো দেয়নি, জেল খাটাইছে, মারছে, গুলি করছে, ফের এক সময় ছাত্র-জনতা যখন পাড়া দিছে, তখন দেশ ছেড়ে পালাইছে।

তিনি বলেন, আমরা আমানতের খেয়ানত করি না।

আমরা যে ভোট নেই, আমরা কাজ করার চেষ্টা করি। ভোট নিয়ে আমরা ঘুষ খাই না। স্কুলের মাস্টার, দপ্তরির চাকরির জন্য আমরা ঘুষ নেব না, দেব না, নিতেও দেব না। চাকরির জন্য পয়সা নেব না।

কোনো দিন নেব না এবং অন্যরা যেন না নিতে পারে সেই ব্যবস্থা আমরা করব।

মির্জা ফখরুল আরও বলেন, যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে৷ আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে। তারা এসে আবার ভোট চাচ্ছে। যে দলটা আমাদের দেশকে বিশ্বাস করে না। স্বাধীনতাকে বিশ্বাস করে না।

তাদের ভোট দিয়ে দেশটার সর্বনাশ করবেন না৷

এসময় সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






৩০ হাজার ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা
৩০ হাজার ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা
২৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০২:৫৯

বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫৩



ভোট দিয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী
ভোট দিয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী
২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:০৬


Follow Us