• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই মাঘ ১৪৩২ সকাল ০৮:২৭:৩২ (20-Jan-2026)
  • - ৩৩° সে:

এবার হচ্ছে না খোকসার ঐতিহ্যবাহী কালীপূজার মেলা

১৮ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২৩:৪০

এবার হচ্ছে না খোকসার ঐতিহ্যবাহী কালীপূজার মেলা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসার প্রায় ৬ শত বছরের অধিক সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী কালীপূজা মেলার অনুমতি না পাওয়ায় এবার আর অনুষ্ঠিত হচ্ছে না।

Ad

আজ ১৮ জানুয়ারি রোববার দিবাগত রাতে মহিষ ও পাঠা বলির মধ্যে দিয়ে মেলাটি শুরু হওয়ার কথা ছিল। পনের দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

খোকসা পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কালীবাড়ি মন্দির মাঠে আয়োজন করা হতো এ উৎসবের। প্রতিবছর মাঘ মাসের অমাবস্যা তিথিতে এ পূজার আয়োজন করা হয়।

স্থানীয়রা বলছেন, চলতি বছর ছিল মেলাটির ৬১৬তম আয়োজন।

এদিকে মেলার অনুমতি না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাদের ভাষ্য, এটি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন হলেও বাস্তবে সব ধর্ম ও শ্রেণির মানুষের মিলনমেলায় পরিণত হতো এই মেলা। পুরো উপজেলায় কয়েক দিন ধরে আনন্দ বিনোদনের পরিবেশ তৈরি হয়।

এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেনের কাছে জানতে চাইলে তিনি এশিয়ান টিভিকে জানান, 'অনুমতি দেবে তো কর্তৃপক্ষ; ডিসি স্যার দেয় অনুমতি।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান এশিয়ান টিভিকে বলেন, 'এ বিষয়ে আমি কিছু জানি না। তবে আমার জানামতে অনুমতির জন্য আবেদন করেছিলো। অনুমতির জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হয়। তদন্ত যদি পজেটিভ হয় তাহলে অনুমতি দেয়া হয়।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দোয়ারাবাজারে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
দোয়ারাবাজারে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
১৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০৫:১১

পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ছে যে হারে
পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ছে যে হারে
১৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:১৪





Follow Us