• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:১৬:৪৮ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

খেলা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাঘিনীরা

২২ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০৯:১৭

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরে পেয়েছে। ফলে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সম্ভাবনা টিকে রয়েছে নিগার সুলতানা নেতৃত্বাধীন দলের। এখন, সিরিজের শেষ ম্যাচে জয়ী হলে নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে গত রাতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয়। এরপর দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে ম্যাচ জিতে নেয়।
বাংলাদেশের বোলিংয়ে নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়াও দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা আক্তার ২টি করে উইকেট পেয়েছেন।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। তার ১২০ বলের ইনিংসে ৫টি চার ছিল। নিগার এক প্রান্ত ধরে রেখে দলের রান ১৮৪ পর্যন্ত নিয়ে যান। ১১তম ওভারে ৩৫ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তিনি। শেষ পর্যন্ত ৪৯তম ওভারে ১৮৪ রানেই নবম ব্যাটার হিসেবে তিনি ফিরে যান।

এ ছাড়া সোবহানা মোস্তারি ২৩ রান এবং স্বর্ণা আক্তার ২১ রান করেন। ৫৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর নিগার সোবহানাকে নিয়ে ৫১ রানের এবং স্বর্ণাকে নিয়ে ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৬ দল সরাসরি জায়গা পাবে।

ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর বাংলাদেশ ২৩ ম্যাচে ২১ পয়েন্টে পৌঁছেছে। নিউজিল্যান্ডেরও ২১ পয়েন্ট হলেও তারা নেট রান রেটে এগিয়ে রয়েছে এবং বর্তমানে ছয়ে অবস্থান করছে। তবে, বাংলাদেশ যদি পরবর্তী ম্যাচে জেতে, তারা নিউজিল্যান্ডকে টপকে বিশ্বকাপে সরাসরি স্থান পাবে।

তবে, শেষ ম্যাচে হারলেও বাংলাদেশের জন্য বিশ্বকাপে খেলার আরেকটি সুযোগ রয়েছে। তারা বাছাইপর্বে খেলার সুযোগ পাবে, যেখানে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে হবে। বাছাইপর্ব থেকে দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে।

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ১৮৪ (নিগার ৬৮, সোবহানা ২৩, স্বর্ণা ২১, ফারজানা ১৮; কারিশমা ৪/৩৩, আলিয়াহ ৩/২৪)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১২৪ (শেমাইন ২৮, চেরি–অ্যান ১৮, হেইলি ১৬; নাহিদা ৩/৩১, ফাহিমা ২/১৭, রাবেয়া ২/১৯, মারুফা ২/৩৫)। 

ফল: বাংলাদেশ নারী দল ৬০ রানে জয়ী। 

ম্যাচসেরা: নাহিদা আক্তার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:০৪

সংবাদ ছবি
চট্টগ্রামে নকল বিড়ি জব্দ
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৫:০৯





সংবাদ ছবি
ভূমিকম্পে আফগানিস্তানে নিহত ২৫০, আহত ৫০০
১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৪৬

সংবাদ ছবি
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০৮:৪৭