• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৫৫:২৯ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

খেলা

পিএসএল: বাকি অংশ বাংলাদেশে আয়োজন করতে পিসিবিকে পরামর্শ

১২ মে ২০২৫ সকাল ১০:৩৪:৪৬

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধের প্রভাব পড়ে দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে। বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আপাতত এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। এতে ফের আলোচনায় এসেছে পিএসএল পুনরায় শুরু করার বিষয়টি।

প্রথমে পিএসএলের বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তা সম্ভব হয়নি। পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট।

তবে এবার দুবাই নয়, বাংলাদেশে পিএসএলের বাকি অংশ বাংলাদেশে আয়োজন করতে পিসিবিকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। তিনি বলেন, 'যদি টুর্নামেন্টে কোন ঝামেলা সৃষ্টি হয় দয়া করে দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন। যেখানে স্টেডিয়ামগুলোতে ক্লাবের ম্যাচগুলোতেও দর্শকের উপস্থিতি থাকে। এখানে আয়োজন করলে আর্থিক দিক থেকেও লাভবান হবে পিসিবি।'

পিএসএল কবে থেকে আবারও শুরু হবে তা এখনও জানা যায়নি। এবারের পিএসএলে বাকি এখনো ৮ ম্যাচ। পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইতোমধ্যে বিদেশি খেলোয়াড়দের দুবাই এবং স্থানীয় খেলোয়াড়দের নিজ দেশে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে পিসিবি। তবে যুদ্ধবিরতির পরও অঞ্চলজুড়ে উত্তেজনার রেশ থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে যেতে কিছু সময় লাগবে বলেই ধারণা বিশ্লেষকদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:০৪

সংবাদ ছবি
চট্টগ্রামে নকল বিড়ি জব্দ
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৫:০৯