• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:২৪:২৫ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হারলো বাংলাদেশ

৩১ মে ২০২৫ সকাল ০৮:১৩:৫৩

সংবাদ ছবি

ক্রীড়া ডেস্ক: গেল সপ্তাহে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারলো টাইগাররা।

Ad

৩০ মে শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল লিটন দাসের দল। যেখানে ৫৭ রানের বড় ব্যবধানে হারের মুখ দেখল বাংলাদেশ দল।

Ad
Ad

টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হাত ছাড়া হয়ে গেছে টাইগারদের। মূলত বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় হারতে হলো। ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে আউট হলে পরে আর হাল ধরতে পারেননি কেউই। পারভেজ ইমন, লিটন দাস, জাকের আলিরা ব্যর্থ ব্যাট হাতে।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৩ এবং তানজিম হাসান সাকিবের ৩১ বলে ৫০ রানে ভর করে হারের ব্যবধান কিছুটা কমিয়ে আনে টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ইনিংস থামে ১৪৪ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন আবরার আহমেদ।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের বোলাররা। পাকিস্তানি ব্যাটারদের সামনে রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না তারা। রিশাদ হোসেন-হাসান মাহমুদদের সাদামাটা বোলিংয়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান। লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন শাহিবজাদা ফারহান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব।

ম্যাচের শুরু থেকেই অধিপত্য বিস্তার করে খেলেছে পাকিস্তানের ব্যাটাররা। নতুন বলে সুবিধ করতে পারেননি বাংলাদেশের কোনো বোলারই। পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে সফরকারীদের। প্রথম ওভারেই ক্যাচ মিস করে তারা।

তবে দ্বিতীয় ওভারে রান আউট থেকে প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। তৃতীয় রানের জন্য দৌড় শুরু করেছিলেন সাইম আইয়ুব। তবে রান হবে না বুঝতে পেরে ঘুরে দাঁড়ালেও হোঁচট খেয়ে পড়ে গেলেন। দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

১২ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে দলকে শক্ত ভিত গড়ে দেন মোহাম্মদ হারিস ও শাহিবজাদা ফারহান। হারিস করেন ২৫ বলে ৪১ রান। আর ফারহানের ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৭৪। এ ছাড়া অপরাজিত ফিফটি পেয়েছেন হাসান নাওয়াজ। শেষদিকে ১২ বলে ১৯ রান করেছেন সালমান আলি আগা। সবমিলিয়ে দুইশোর্ধ্ব রানের সংগ্রহ পায় পাকিস্তান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:২৮

সংবাদ ছবি
বিএনপির ২৩২ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯







সংবাদ ছবি
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৩:৪৯



Follow Us