নিজস্ব প্রতিবেদক : অপো রেনো১৫ সিরিজ ফাইভজির পূর্ণাঙ্গ উন্মোচনের আগেই বাংলাদেশের ক্রেতাদের জন্য মোবাইল ইমেজিংয়ের ভবিষ্যৎ অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে অপো। অপো বাংলাদেশ আজ তাদের বহুল প্রতীক্ষিত রেনো ১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার ঘোষণা করেছে, যা ক্রেতাদের অফিসিয়াল লঞ্চের আগেই রেনো সিরিজের নতুন উদ্ভাবন লুফে নেওয়ার সুযোগ দিচ্ছে।

অফিসিয়াল লঞ্চের আগে এই সীমিত সময়ের প্রি-অর্ডারে থাকছে বিশেষ সব উপহার। যারা অপো রেনো১৫ সিরিজ ফাইভজি প্রি-অর্ডার করবেন, তারা নিশ্চিত উপহার হিসেবে পাবেন এক জোড়া টিডব্লিউএস ইয়ারবাডস। পাশাপাশি থাকছে ২,০০০ টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন।
ডিভাইসটি কেনা সহজ করতে অপো ১৩টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা দিচ্ছে। ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক (ইবিএল), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, এবি ব্যাংক, লংকাবাংলা ব্যাংক, এনআরবি ব্যাংক, পূবালী ব্যাংক, কমিউনিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও এছাড়া, টপপে’র মাধ্যমে মাসিক মাত্র ২,৮১৫ টাকায় ৯ মাসের কিস্তি সুবিধাও রয়েছে এতে।


রেনো১৫ সিরিজ ফাইভজিতে ইন্টেলিজেন্ট ইমেজিং, উন্নত পোর্ট্রেট আর্ট এবং শক্তিশালী ভিডিও পারফরম্যান্সকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও ডিভাইসের স্পেসিফিকেশন ও ডিজাইন এখনো গোপন রাখা হয়েছে; তবে, এই ফোনের সৃজনশীল সক্ষমতার চারটি প্রধান ইমেজিং উদ্ভাবন সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছে অপো।
এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা কেবল মুখ নয়, বরং একটি ফ্রেমের মধ্যে আপনার চারপাশ এবং প্রতিটি মুহূর্তের গল্প নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। এর বিস্তৃত ফিল্ড অব ভিউ এবং হাই রেজ্যুলেশন কোনো আপস ছাড়াই আরও বেশি মানুষ এবং দৃশ্যকে ফ্রেমের ভেতর জায়গা দিতে সক্ষম।
এর সাথে রয়েছে ৩.৫এক্স টেলিফটো ভাইব পোর্ট্রেট। উন্নত ডেপথ এবং সিনেম্যাটিক ফ্রেমিংয়ের মাধ্যমে এটি এমন সব পোর্ট্রেট ক্যাপচার করে যা দেখতে প্রফেশনাল এবং বেশ নান্দনিক।
ফটোগ্রাফিকে আরও নিখুঁত করতে যোগ করা হয়েছে এআই পোর্ট্রেট গ্লো।
এটি অপোর একটি ইন্টেলিজেন্ট বিউটি অ্যান্ড লাইটিং অ্যালগরিদম যা স্কিন টোন এবং পারিপার্শ্বিক আলোর মধ্যে ভারসাম্য বজায় রাখে। ভিডিও নির্মাতাদের জন্য রেনো১৫ সিরিজ ফাইভজি নিয়ে এসেছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও। এটি হাই রেজ্যুলেশনের এইচডিআর ভিজ্যুয়ালের সাথে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সমন্বয়। ফলে ভিডিও করার সময় ফোন নড়াচড়া করলে অথবা, প্রতিকূল আলোতে ভিডিও করলেও ফুটেজ হবে একদম স্পষ্ট ও ঝকঝকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available