• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ সকাল ০৬:৫৮:১১ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাইবান্ধা-৩: নৌকার প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ

৬ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩৩:৩৩

সংবাদ ছবি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলছুম স্মৃতির গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

৬ জানুয়ারি শনিবার বিকেলে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার বাসার সামনে রাখা নির্বাচনী প্রচারণার গাড়িতে ভাঙচুর চালানো হয়।

স্থানীয়রা জানান, ওই সময় বিএনপি-জামায়াতের একটি মিছিল স্থানীয় সাথী হলের সামন থেকে বের হয়ে কালীবাড়ি বাজার এলাকা দিয়ে যাচ্ছিলো। প্রার্থীর বাসার সামনে পৌঁছালে মিছিল থেকে তার বাসা উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এরপর গাড়িটি ভাঙচুর করে।

এদিকে, এ হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব ও আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে।

এ বিষয়টি নিশ্চিত করে নৌকার প্রার্থী উম্মে কুলছুম স্মৃতি এমপি জানান, তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭