• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ সকাল ০৬:৩৬:২০ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফেলে দেয়া প্লাস্টিক প্রক্রিয়াজাত করে স্বাবলম্বী খোকসার রবিউল

১৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৫৪:২৫

সংবাদ ছবি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: যে প্লাস্টিক বর্জ্যের কারণে বন্ধ্যা হচ্ছে মাটি, দুষিত হচ্ছে পরিবেশ। সেই ফেলে দেয়া প্লাস্টিক প্রক্রিয়াজাত করে মাসে অর্ধলাখ টাকা আয় করছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার রবিউল নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী। তার এ উদ্যোগে ইতোমধ্যে যুক্ত হয়েছেন বেশ কিছু বেকার নারী-পুরুষ।

মানুষের ফেলে দেয়া বিভিন্ন প্লাস্টিকের আসবাবপত্রের টুকরো বিভিন্ন ভাঙারি দোকান থেকে কেজি দরে কিনে এনে রঙ অনুযায়ী আলাদা করেন। পরে স্ক্র্যাপ করা মেশিন দিয়ে টুকরো করে বিক্রির জন্য প্রস্তুত করেন তিনি। আর এসব বর্জ্য রিসাইকেল করে দেশের বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে নতুন নতুন প্লাস্টিক পণ্য। তবে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক। এই প্লাস্টিক দীর্ঘদিন মাটিতে থাকলেও পঁচে না।

রবিউল ইসলাম জানান, পাঁচ বছর আগে এ ব্যবসা শুরু করেন তিনি। সেখানে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে এলাকার বেকার নারী-পুরুষের। পৃষ্ঠপোষকতা পেলে ব্যবসার প্রসারসহ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে গ্রামের মানুষের বেকারত্ব দূর করার পাশাপাশি পরিবেশও ভালো রাখা সম্ভব বলে দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা বলেন, তার এ উদ্যোগে অনেক ভালো। পরিদর্শন করে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭