• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:২২:১৮ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভাঙ্গুড়ায় বিএনপি নেতা হত্যাচেষ্টা মামলায় কাউন্সিলর ইমরান জেলহাজতে

১৭ অক্টোবর ২০২৪ দুপুর ০১:০৭:৩৫

সংবাদ ছবি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজকে হত্যাচেষ্টা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা ইমরান হোসেনকে (৩২) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

ইমরান হোসেন পৌরসভার কলেজ পাড়ার পিতা ওয়াজেদ সওদাগরের ছেলে।

গত ১৭ সেপ্টেম্বর সাইদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ইমরানকে প্রধান ও ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করা হয়।

মামলা সুত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ মে বিকেল ৪টার দিকে যুবলীগ নেতা ইমরানের নেতৃত্বে তৎকালীন ক্ষমতাসীন দলের ক্যাডাররা পৌর শহরের কলেজপাড়া এলাকায় বিএনপি নেতা বুরুজকে হাসুয়া ও ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। এসময় তার কাছে থাকা ৯০ হাজার টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় তারা। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু বিরোধী দলের নেতা হওয়ায় সেসময় আইনের আশ্রয় নিতে পারেননি সাইদুল ইসলাম বুরুজ।

মামলার বাদী বিএনপি নেতা সাইদুল ইসলাম বুরুজ জানান, যুবলীগ নেতা ইমরান সাবেক এমপি মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনাইন রাসেলের অন্যতম সহযোগী। এলাকায় তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করাসহ নানা অভিযোগ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭