• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৩:৫৯ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীতে মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেফতার ১

২ মে ২০২৫ সকাল ০৮:৪২:২৩

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ লেখা পোস্ট করে উত্তেজনা ছড়ানোর দায়ে রাজস্থলীতে আকাশ খিয়াং নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

তার কুরুচিপূর্ণ লেখা ফেসবুকে ছড়িয়ে পড়ার সাথে সাথেই রাজস্থলী উপজেলাজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ওই যুবকের বাড়ি ঘিরে মুসুল্লীদের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালে তার নিরাপত্তার স্বার্থে এবং উত্তেজনা প্রশমনে আকাশ খিয়াংকে গ্রেফতার করে যৌথবাহিনী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ করেই মহানবীকে কটূক্তি করে লেখা ফেসবুক পোস্টটি এলাকাবাসীর নজরে আসে। পোস্টটি রাজস্থলী উপজেলার খিয়াং পাড়া গ্রামের আকাশ খিয়াং এর প্রোফাইল থেকে পোস্ট করা হয় এবং এলাকার অনেকেই তাকে সনাক্ত করেন। এমনকি পোস্টের নীচে একই এলাকার অলড্রিন তনচংগ্যা নামে এক যুবক কুরুচুপিপূর্ণ কমেন্টস করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আকাশের প্রতিবেশীরা জানান, বুধবার রাতেই স্থানীয়রা অভিযুক্ত আকাশের বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে। এলাকাবাসী জানায়, একের পর এক অনেকেই আকাশের খোঁজ করতে থাকলেও আমরা প্রথম দিকে বুঝতে পারছিলাম না কেন আকাশকে খোঁজা হচ্ছে। পোস্টটি ভাইরাল হয়ে পড়লে এলাকায় জানাজনি এবং উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে প্রতিবেশীরা এলাকার চেয়ারম্যান মেম্বারসহ তার পরিবারের লোকজনকে বিষয়টি সম্পর্কে সতর্ক করার পাশাপাশি পুলিশকে তথ্যটি জানায়।

১ মে বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা বাড়তে থাকলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। আকাশ খিয়াং রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধনুছড়ি খিয়াং পাড়া গ্রামের ক্যাইসা খিয়াংয়ের ছেলে। জনগণের চাপ সামলাতে এক পর্যায়ে পুলিশ হিমসিম খায়। পরে আকাশের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, ইসলামের নবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে যে বা যারাই কটূক্তি করেছে, আমরা চাই তাদের উপযুক্ত শাস্তি দেয়া হোক। তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা আমাকে বিষয়টি অবগত করলে, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি তাৎক্ষণিক পুলিশকে তথ্যটি জানাই। সময়মতো পুলিশ ঘটনাস্থলে না আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ছিল।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযুক্ত আকাশ খিয়াং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর পোস্ট করার পাশাপাশি একজন কুরুচিপূর্ণ কমেন্টস করেন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হলে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে রাজস্থলী থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত আকাশ খিয়াংকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ওসি জানান, আকাশ ও মন্তব্যকারী অলড্রিন তনচংগ্যা নামের আরেক যুবকের বিরুদ্ধে রাজস্থলী থানায়  মামলা দায়ের করা হয়েছে। মামল নং ১, ধারা ২৯৫ এ ৫০৫/৫০৫। গ্রেফতারের পর পুলিশ স্কটের মাধ্যমে আসামী আকাশ খিয়াংকে রাঙামাটি জেল হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি অন্য আসামী অলড্রিন তনচংগ্যা কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:১৮


সংবাদ ছবি
নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:২৪:৫৯