• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৭:২৬:২৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৭:২৬:২৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

‎লালমনিরহাট প্রতিনিধি: ‎‎লালমনিরহাটে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সম্মিলিত তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে মুসলিম জনতা।মঙ্গলবার ২৪ জুন বাদ জোহর শহরের কালেক্টরেট মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অভিযুক্ত বাবা-ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।‎মিছিলটি মিশন মোড় হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান ও তারপর জেলা প্রশাসকের সামনে তাদের মৃত্যুদন্ড চেয়ে বিক্ষোভ করে। এ ব্যাপারে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আয়োজকরা জানান, ঈমানি দায়িত্ববোধ থেকেই শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করা হচ্ছে—মুসলিম উম্মাহের নেতা ও প্রিয় নবী (সা.) কে অবমাননার ঘটনায় মুসলিম জনতা কোনভাবেই নিরব থাকতে পারে না। এ বিষয়ে যদি পদক্ষেপ নেওয়া না হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে বলে জানায় তারা।এর আগে গত রবিবার (২২জুন) দুপুরে লালমনিরহাট গোশলা বাজার এলাকার হানিফ পাগলার মোড়ে ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে হিন্দু ধর্মাবলম্বী বাবা ও ছেলেকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে বিচারের দাবিতে সদর থানা ঘেরাও করে প্রতিবাদ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষজনেরা।ভিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, আব্দুস সামাদ কাসেমী আদিমারী জামে মসজিদ, রমজান কাজী রেলওয়ে জামে মসজিদ, হামিদুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আনোয়ার হোসাইন উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রভাষক হারুনর রশীদ, মাওলানা ওমর ফারুক, মাওলানা ইব্রাহিম খলিল ও লালমনিরহাটের বিভিন্ন মসজিদের ইমামসহ বিভিন্ন পর্যায়ের  আলেম-ওলামা।