• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ১০:৫০:৪৫ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মসজিদ নির্মাণ নিয়ে দুপক্ষে সংঘর্ষ, আহত ৩০

২৫ জুলাই ২০২৫ বিকাল ০৪:২৭:২৩

সংবাদ ছবি

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছে।

২৫ জুলাই শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার তারাপুর গ্রামে বর্তমানে দুটি মসজিদ। একটি পুরোনো মসজিদ, আরেকটি নতুন মসজিদ নামে পরিচিত। গত কয়েক বছর আগে পুরোনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে ঝামেলা হয়। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিনসহ একটি পক্ষ কিয়াম পড়ার পক্ষে অবস্থান নিয়ে নতুন মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি এ মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেয়া হয়। কিন্তু একই গ্রামে দুটি মসজিদ নির্মাণে আপত্তি জানায় অপর পক্ষ। শুক্রবার সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে ওই পক্ষ তাতে বাধা দেয়। এসময় হাঁসুয়া, ট্যাটা ও লাঠিসোঁটা নিয়ে উভয়পক্ষের প্রায় ২০০-২৫০ লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তাহমিনা সুলতানা নীলা বলেন, আমাদের এখানে ৩০ জনের মতো চিকিৎসা নিয়েছেন, দুজন ভর্তি আছেন । ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া ও পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, কিয়াম পড়া নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। শুক্রবার সকালে মসজিদের বারান্দা তৈরির সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭