• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ১০:০২:৫৬ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

২৬ জুলাই ২০২৫ সকাল ০৯:৫৮:১৮

সংবাদ ছবি

নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। ২৫ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধরা হলেন- আলিয়ারা গ্রামের রোকন আলির স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান গনি (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০), রশিদ আহমেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫), কাজী রোকনের ছেলে কাজী কবির আহম্মেদ (৩৫), রুস্তম আলীর ছেলে আবু তাহের (৬০)।

স্থানীয়রা জানান, গত ২৪ জুন সকাল ১১টায় স্থানীয় আবুল খায়ের ও শেখ ফরিদের উপর কয়েক দফা হামলা করে আলাউদ্দিন গং। এতে কৃষক আবুল খায়ের ও তার বাক প্রতিবন্ধী শরিফ উল্লাহ গুরুতর আহত হয়। এ ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করেন। পরবর্তীতে ২০ জুলাই রাত ৩টায় আবারও আলাউদ্দিন গং আবুল কাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে দুটি পিজিয়ান দুধের গরু ও দুটি বাচুর নিয়ে যায়। এ বিষয়ে বিভিন্ন মিডিয়া নিজ প্রকাশের পর ২৫ জুলাই শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ ইঞ্জিনিয়ার রিয়াদ হোসেন বলেন, আলাউদ্দিন গং আমাদের উপর কয়েক দফা হামলা করে আমাদের অনেকে আহত করেন এবং গুলিবিদ্ধ  কয়দিন অবস্থা আশঙ্কাজনক।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার শিমা মজুমদার বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে তিনজন নারী ও একজন কিশোর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসে। পরে আবার দুজন পুরুষ গুলিবিদ্ধ অবস্থায় আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭