গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জুলাই বিপ্লবে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী মাদ্রাসা শিক্ষার্থীদের ‘রেজিস্টেন্স সম্মাননা’ প্রদান করা হয়েছে।
২৭ জুলাই রোববার বিকেলে মাওনা উড়াল সড়ক চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মো. আকরাম শেখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আবু সাঈদ( সুফি হুজুর), মাওলানা কাজী মইনুদ্দিন আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামাগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, দেশের জন্য যে কোনো সময় মাদ্রাসা শিক্ষার্থীরা সাহসিক ভূমিকা রাখতে পারে—জুলাই বিপ্লব তার একটি উদাহরণ। তাদের স্বীকৃতি ও যথাযোগ্য মর্যাদা দিতে হবে, তাদের বাদ দিয়ে ইতিহাস রচনা সম্ভব নয়। সাহসিকতা ও নেতৃত্বের জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এ সম্মাননা ভবিষ্যতে আরও উৎসাহ জোগাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available