• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:৫৫:২০ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাগরে ট্রলারডুবি: চার দিন ভেসে থাকার পর উদ্ধার ৯ জন, নিখোঁজ ৬

২৯ জুলাই ২০২৫ দুপুর ০২:৩১:৩৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি ট্রলার। এখনো নিখোঁজ আছেন আবদুর রশীদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, সাগর ও কালাম নামের ছয় জেলে।

২৯ জুলাই মঙ্গলবার ভোরে উদ্ধার করা ৯ জেলেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত শুক্রবার সকাল ১০টায় বঙ্গোপসাগরে ওই ট্রলার ডুবে যায়। ট্রলারের জেলেদের বাড়ি মহিপুর ও লক্ষ্মীপুর থানার বিভিন্ন গ্রামে।

উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মহিপুর থেকে আবদুর রশীদ মাঝি ১৫ জেলেসহ ট্রলার নিয়ে গভীর সাগরে যান। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীর গিয়ে জাল ফেলার পর হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ইদ্রিস ও কালাম নামের দুই জেলে হারিয়ে যান। বাকি ১৩ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে পর্যায়ক্রমে আবদুর রশীদ, সাগর, নজরুল ও রফিক নামের আরো ৪ জেলে হারিয়ে যান। তারা গতকাল রাতে ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে দুটি ট্রলার পৃথক স্থান থেকে নয়জনকে উদ্ধার করে। মঙ্গলবার ভোরে তাদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

উদ্ধার হওয়া জেলে হাসান বলেছেন, “আমরা যখন জাল ফেলেছি, তখন সাগর একেবারে ঠান্ডা ছিল। যখন জাল টেনে ট্রলারে তুলছিলাম, হঠাৎ একটি ঝড় এবং উত্তাল ঢেউ এসে আমাদের ট্রলারকে তিন খণ্ড করে ফেলে। ট্রলার ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দুজনকে হারিয়ে ফেলি। পরে ভাসতে ভাসতে আরো চারজন কোথায় গিয়ে পৌঁছায়, তা বলতে পারি না। আমাদের সঙ্গে যে নয়জন ছিল, তাদের মধ্যে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। গতকাল রাতে একটি আলো দেখে ভাসতে ভাসতে শেষ বয়া এলাকার কাছে পৌঁছালে একটি ট্রলার আমাদের উদ্ধার করে।”

আরেক জেলে হারুন বলেন, “দুই দিন ভাসার পর আমি অজ্ঞান হয়ে যাই। পরে কীভাবে বেঁচে ফিরেছি, তা জানি না। আল্লাহ বাঁচিয়েছেন। হাসপাতালে এসে আমি জ্ঞান ফিরে পাই।”

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেছেন, “ট্রলারডুবির ঘটনায় ২৬ জুলাই ট্রলারের মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজের তথ্য উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা নিখোঁজ ছয় জেলের সন্ধান পেতে চেষ্টা চালাচ্ছি।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৯:২৩