নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশকর্মী আতিকুর রহমানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় বিকাশ কর্মীর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সহযোগিতায় এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা সালে আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া বিকাশ অফিস থেকে মৌখাড়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন বিকাশ কর্মী আতিকুর। পথে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে সাদা একটি হাইস গাড়ি তার পথরোধ করে। গাড়ি থেকে কয়েকজন নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে তুলে নেয়।
এ সময় আতিকুরের সহকর্মী প্রতিবাদ জানালে তাকে ধাক্কা দিয়ে ফেলে থানায় আসতে বলে অপহরণকারীরা। পরে আরেকজন ভুয়া পুলিশ পরিচয়ে বিকাশ কর্মীর মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ভুক্তভোগী আতিকুরকে অপহরণকারীরা কালিহাতি (টাঙ্গাইল) এলাকায় ফেলে গেলে স্থানীয় পুলিশ তাকে হেফাজতে নেয়। আটক ভুয়া পুলিশকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available